নিজস্ব প্রতিবেদক:চাঁদপুর জেলার কচুয়া থানার ১১ নম্বর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে এ বছরও শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় পূজা উদ্যাপন কমিটির আয়োজনে গ্রামের একাধিক মণ্ডপে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, আরতি, সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পূজার মহোৎসব চলছে।
এ উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনকালে পূজা কমিটির সদস্যরা জানান, গ্রামের পূজার অন্যতম পৃষ্ঠপোষক সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন ব্যক্তিগত উদ্যোগে অর্থ সহায়তা প্রদান করেছেন। তারা বলেন, প্রতিবছরের মত এ বছরও তিনি গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে উৎসব সফল করতে সহযোগিতা করেছেন।
পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, সরকারি বরাদ্দের পাশাপাশি সাবেক প্রতিমন্ত্রীর এই সহযোগিতা গ্রামীণ পূজাকে আরও প্রাণবন্ত করেছে। এ সময় পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “সামাজিক সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এ ধরনের সহযোগিতা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে।”
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভক্তরা জানান, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এটি গ্রামীণ মানুষের মিলনমেলা। মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে মিলেমিশে উৎসবে অংশগ্রহণ করে।
উৎসব ঘিরে গোবিন্দপুর গ্রামে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনও তৎপর রয়েছে।