মোহাম্মদ খোরশেদ আলম শিকদার: চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা মোঃ লিটন দর্জি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আজ শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ইং সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
লিটন দর্জি ছিলেন হাস্যোজ্জ্বল, পরোপকারী ও বহুগুণের অধিকারী এক সমাজসেবক। গ্রামে কারো মৃত্যু হলে জানাজার প্রস্তুতি থেকে কবর খনন পর্যন্ত নিজে করতেন, বিয়ে বা মিলাদে রান্না করতেন, সাপে কামড়ানো রোগীর চিকিৎসা ও ঝাড়ফুঁক করতেন, এমনকি বাড়িতে সাপ ঢুকলেও রাতদিন ছুটে যেতেন। পাশাপাশি তিনি একজন দক্ষ হা-ডু-ডু খেলোয়াড় হিসেবেও পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে হরিপুর গ্রামবাসী এক অমূল্য ব্যক্তিত্বকে হারাল, যা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
ঢাকা দক্ষিণ সিটি প্রেস ক্লাব ও কচুয়া প্রেসক্লাব মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
শোকবার্তা প্রদান করেছেন— মোঃ খোরশেদ আলম শিকদার (সভাপতি) ও মোঃ শহীদুল্লাহ গাজী (সাধারণ সম্পাদক)