রাসেল কবির | ঢাকা | ২১ জুলাই ২০২৫
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ২৩ কোটি টাকা। তথ্য অধিকার আইনে দায়ের করা এক আবেদনের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই ব্যয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
প্রাপ্ত তথ্যমতে, এই প্রকল্পের অধীনে মোট ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৯৩ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা। নির্মাণ কাজ বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ছিলো ‘প্রোলোজ ডেভেলপমেন্টস লিমিটেড’। প্রতিষ্ঠানটি ২০২০ সালের জুন মাসে কাজ শুরু করে এবং ২০২৩ সালের জুন মাসে তা শেষ করে।
তথ্য মতে, এ পর্যন্ত প্রায় ২০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট প্রায় ৩ কোটি টাকা এখনো পরিশোধের অপেক্ষায় রয়েছে।
প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়োগ পাওয়া পাঁচজন কর্মকর্তার মধ্যে একজন হলেন আবু বকর সিদ্দিক (পদ: সহকারী প্রকৌশলী)। তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে ১০-১০-২০২১ তারিখে এবং মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৭০,০০০ টাকা। বাকি কর্মকর্তাদের তথ্য এখনো জানানো হয়নি।
এছাড়া প্রকল্পের জন্য পরামর্শক হিসেবে নিযুক্ত হয়েছে Modern Engineers Planners & Consultant Ltd.। তাদের মাধ্যমে প্রাক্কলিত খরচ ছিলো ১ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা।
প্রকল্প শুরুর আগে জমির পরিমাপ, মূল্য নির্ধারণ ও মালিকানা যাচাই সংক্রান্ত কাজে ব্যয় হয়েছে ৪ লাখ ৬০ হাজার টাকা। জমির মূল্য বাবদ ব্যয় হয়েছে ১০ কোটি টাকা এবং নিবন্ধন ও ট্যাক্স বাবদ ৪২ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।
এই বিশাল অঙ্কের ব্যয়ের প্রেক্ষাপটে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। সংশ্লিষ্টদের মতে, রেড ক্রিসেন্টের মতো একটি মানবিক সংস্থার প্রকল্পে অর্থ ব্যয়ের প্রতিটি খাতেই স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।