নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জুরাইন এলাকায় মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের সম্মানিত শিক্ষক মুস্তাফিজুর রহমান (প্রায় ৫৫) আকস্মিক এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ছয়টার দিকে মুস্তাফিজুর রহমান নিজ বাড়ি থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দোকানে যাচ্ছিলেন। এ সময় বিদ্যালয়ের মাঠের পিছনে অবস্থিত একটি জরাজীর্ণ দেওয়াল হঠাৎ ভেঙে তার শরীরের উপর পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয় পরিবার, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকর্মীরা জানিয়েছেন, তিনি ছিলেন নিবেদিত প্রাণ শিক্ষক। তার মৃত্যুতে প্রতিষ্ঠান ও সমাজের অপূরণীয় ক্ষতি হলো।
এ ঘটনার পর কদমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা (ইউডি মামলা) দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
মুস্তাফিজুর রহমানের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক। স্থানীয় মসজিদে তার জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।