নিজস্ব প্রতিবেদক :
নানা বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আলোচনা ও সমালোচনার মধ্যে থাকেন ক্রিম আপা খ্যাতি শারমিন শিলা নামক কন্টেন্ট ক্রিয়েটর।
এবার তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ এনে "একাই ১০০" নামক একটি সংগঠন ঢাকা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দিয়েছেন। একাই একশ নামক সংগঠনটি মূলত শিশুদের বিষয় নিয়ে কাজ করেন। নানান ভাবে আলোচনায় এসেছেন ক্রিম আপা। নানান সময় বাচ্চাকে করা রাসায়নিক ক্রিম দিয়ে মেয়ের চুলে রং করে দিচ্ছেন, কখনো ভারী কানের দুল পরিয়ে বাচ্চাকে খুবই বিভ্রান্তি করার মধ্য দিয়ে নিচ্ছেন, কখনো বা মাথার চুল ন্যাড়া করে দিচ্ছেন, কান ফুটোর মেশিন দিয়ে কান ফুটো করে ক্রিম আপা তার মেয়ের ভিডিও ধারণ করে সেই কান্নার ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দিচ্ছেন। নানান সময় বাচ্চার কান্নার ভিডিও, ঘুমন্ত অবস্থায় বাচ্চাকে খাওয়ানো, এমনকি সে বাচ্চাকে সামনে রেখে নিজে খাচ্ছেন অথচ বাচ্চাকে খাবার মুখে তুলে দিচ্ছেন না এইরকম নানান ভিডিও সে ফেসবুকে এবং টিকটকে পোস্ট করছেন।
ঘুমন্ত মেয়েকে নানান ভাবে সে নির্যাতন করে যাচ্ছেন এমনকি ঘুমন্ত মেয়ের মুখে জোরজবস্তি খাবার ঢুকিয়ে দেয়া বাচ্চাটির উপর দিনের পর দিন এই ভাবেই সে অত্যাচার করে যাচ্ছেন। অনেক সময় গালাগালি থেকে শুরু করে ধমকানো গালি দেয়া এবং এমনকি শোকেসের আয়না বন্ধ করে বাচ্চাকে শোকেসের ভিতরে রেখে ভিডিও পোস্ট করেন। এতেও সে ক্ষ্যান্ত যান নি তিনি গায়ের রং ফর্সা করা ক্রিম বিক্রি করেন বলে তার নাম হয়েছে "ক্রিম আপা"। নিজের পরিচিতি লাভের জন্য সে এমননি নানা রকমের ভিডিও টিকটকে ও ফেসবুকে পোস্ট করেছিল।