স্টাফ রিপোর্টার, আসাদুল শেখ: নানা রকম দুর্ঘটনা ও পরিস্থিতি মোকাবেলা করে সর্বদা সচেতন থাকাই একজন ট্রাফিক পুলিশের সর্বোচ্চ দায়িত্ব।
গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে জুরাইন এলাকায় হামিদা পাম্প থেকে আরম্ভ করে পোস্তগোলা ব্রিজের ঢাল পর্যন্ত যানজট নিরসনের ফলশ্রুতি শুধুমাত্র ওয়ারী ট্রাফিক পুলিশের জুরাইন জোনের টিআই রফিকুল ইসলাম ও তার সহকর্মীদের নিরলস কর্মধারা ও বুদ্ধিমত্তার জন্য সম্ভব হয়েছে।
এছাড়া ট্রাফিক পুলিশের আধুনিক কলা কৌশলের মাধ্যমে ফুটপাত উচ্ছেদ, বিক্রমপুর প্লাজা ছাড়াও সেতু মার্কেট এর সামনের রাস্তার অংশ সম্পূর্ণভাবে দখল মুক্ত করতে টিআই রফিকুল ইসলামের দক্ষতা পূর্ণ নির্দেশনা অন্যতম ভূমিকা পালন করে।
ট্রাফিক পুলিশের এই সফলতা ভোগান্তিমুখী জনসাধারণের মুখে এনে দিয়েছে আশার উচ্ছ্বাস। এছাড়াও ট্রাফিক পুলিশ বাহিনী সড়কের অবৈধ গাড়ি রাখা ও রাস্তা দখলকারী হকারদের উচ্ছেদ করার দৃষ্টান্তমূলক সফল উদাহরণ টি বাংলাদেশ ট্রাফিক পুলিশ বাহিনীর প্রতি জনসাধারণের মনে আস্থার বীজ বপন করেছে। বাংলাদেশ ট্রাফিক পুলিশ বাহিনী পুনরায় জনসাধারণের প্রতি সহযোগিতামূলক মনোভাব পোষনে সক্ষম হয়েছে বলে মনে করে এ অঞ্চলের জনসাধারণ ।