স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনের জন্য বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমরা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছি। আমাদের সঙ্গে যারা আন্দোলনে ছিলেন, তাদের অনেকেই আগ্রহী ছিলেন বিভিন্ন আসনে। তবে সব আসনে প্রার্থী দেয়া হয়নি। আলোচনার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, এটি কেবল সম্ভাব্য প্রার্থীদের তালিকা। এর মধ্যে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিছু আসনের প্রার্থী পরিবর্তন হতে পারে।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি গত আন্দোলন-সংগ্রামে এলাকায় দলীয় নেতাকর্মীদের সংগঠিত রাখার জন্য কেন্দ্রীয় নেতাদের আস্থাভাজন হিসেবে পরিচিত।