মো. আনোয়ার হোসেন: রাজধানীর জুরাইনের লৌহ, জেনারেটর ও কাঠ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব ও ঢাকা-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তানভীর আহমেদ রবিন।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধোলাইপাড়ের গ্রীন হাউজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ীদের নানা সমস্যা ও দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জালালাবাদ আয়রন মার্কেটের সভাপতি মো. শাহ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তানভীর আহমেদ রবিন বলেন, “ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের সমস্যার সমাধান না হলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, জালালাবাদ আয়রন মার্কেটের সামনে থাকা ময়লার ডাম্পিং সরানো, জলাবদ্ধতা নিরসন এবং বৈধ ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত জটিলতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রবিন আরও যোগ করেন, আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ প্রভাব মেনে নেব না। আমার দলের কেউ যদি অপরাধে জড়িত থাকে, তাকেও আইনের হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা মো. আব্দুল বারেক পাতা, হাজী মুহাম্মদ শাহজাহান সরদার, আলহাজ দুলাল শেখ ও হাজী মোহাম্মদ জয়নাল হোসেনসহ অনেকে।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ এম এ কাদের, জামান আহমেদ পিন্টু, ওয়াহিদুল, মিরাজুল ইসলাম বাবুল, পাভেল মাহমুদ, আলীম আল বারি জুয়েল, হাজী জাকির হোসেন, তোফায়েল আহমেদ, জাফর আহমেদ ও মাহবুব মাওলা হিমেল প্রমুখ।
সভা শেষে ব্যবসায়ীরা তানভীর আহমেদ রবিনকে ফুলেল শুভেচ্ছা জানান।