নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ঠেকাতে ফিরিয়ে আনা হয়েছে ‘না’ ভোটের বিধান।
সোমবার সন্ধ্যায় রাজধানীতে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব তথ্য জানান। তিনি বলেন, "গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন অধ্যাদেশ ২০২৫"–এ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
প্রধান পরিবর্তনগুলো হলো—
ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে; সব ভোট হবে ব্যালটের মাধ্যমে।
কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না; সেখানে অনুষ্ঠিত হবে ‘না’ ভোট।
সমান ভোট পাওয়া দুই প্রার্থীর ক্ষেত্রে লটারির পরিবর্তে পুনঃনির্বাচন হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনিয়ম প্রমাণিত হলে আংশিক বা পুরো আসনের ভোট কমিশন বাতিল করতে পারবে।
ফলাফল ঘোষণার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার সুযোগ থাকবে।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, এসব পরিবর্তনের লক্ষ্য হলো ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করা। তিনি আশা প্রকাশ করেন, নতুন বিধানগুলো নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করবে।