নোয়াখালীর বেগমগঞ্জের বখাটে ইমরান খাঁন আকাশ রাহুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। জেলার কুতুবপুর ইউনিয়নে আপন চাচিকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যা করা হয়। মানববন্ধনে তার বিচার দাবি করা হয়। বক্তারা বলেন, কয়েক বছর আগে তাজ নাহার বেগম নামের ওই গৃহবধূর স্বামী মারা যান। আসামি রাহুল তার ভাসুরের ছেলে। রাহুল মাদকাসক্ত হওয়ায় তার লোলুপ দৃষ্টি পড়ে বিধবা চাচির দিকে। প্রায় সে চাচিকে উত্ত্যক্ত করত। ৩০ অক্টোবর রাতে রাহুল তার সহযোগীদের নিয়ে চাচির ঘরে ডুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু ধর্ষণ করতে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত রাহুল তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়া হলে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।