মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ নবগঠিত প্রেসক্লাব পাবনার খবর বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়া প্রচারিত হলে পাবনার সর্বস্তরের জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায় । সকাল থেকে শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক , সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহরের প্রধান সড়ক এ হামিদ রোডের কার্যালয় ক্লাব নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাতে আসেন ।
পাবনা জেলা গনসংহতি আন্দোলন এর জেলা সমন্বয়ক জুলহাস নাঈমের নেতৃত্বে প্রেসক্লাব পাবনা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ক্লাবের নির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান ,পাবনার জোনাকি সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, নাগরিক কমিটির নেতৃবৃন্দ, অ্যাম্বুলেন্স মালিক সমিতি সহ বিভিন্ন অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ব্যস্ততার কারণে ক্লাবের সভাপতি ও সেক্রেটারিকে মোবাইল ফোনের মাধ্যমে, ভিন্ন ভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান । উল্লেখ্য গতকাল ১৫ মার্চ শহরের এ হামিদ রোডের আল আকসা মার্কেটে প্রেসক্লাব পাবনা আত্মপ্রকাশ করে । ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সভাপতি সোহেল রানা বিপ্লব সাধারণ সম্পাদক হিসেবে রফিকুল আলম রঞ্জু দায়িত্ব পালন করছেন ।