নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীরা তাকে বিবস্ত্র করে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।
তার পরনের ছেঁড়া পাঞ্জাবির অংশ ধরে এক ব্যক্তি তাকে টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এসময় অন্য আরেকজন তাকে বাঁচানোর চেষ্টা করছে। পরে পুলিশ মুকুলকে একটি অটোরিকশায় করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, বিএনপির ওই নেতাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে তার পরনের পাঞ্জাবি ও পায়জামা ছিঁড়ে ফেলা হয়।