রিপোর্টার লক্ষণ পাল নারায়ণগঞ্জের যাত্রীদের যাতায়াতের জন্য ভোগান্তিহীন ও সাশ্রয়ী টিকিট ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এই ব্যবস্থায় মাত্র ৬শ টাকায় সারা মাস জুড়ে যতবার খুশি ততবার নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাওয়া আসার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। তবে রেল কর্তৃপক্ষের এ সুযোগটির বিষয়ে অজানা অনেক যাত্রীই।খোঁজ নিয়ে জানা গেছে নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত ট্রেনের ভাড়া 20 টাকা।একজন যাত্রীর দৈনিক আসা যাওয়ার খরচ হয় চল্লিশ টাকা। আর বাসের ভাড়া ৫০ টাকা। এতে আসা-যাওয়ার খরচ হয় ১০০ টাকা। সে হিসাবে নিয়মিত যাত্রীর বাসে মাসিক ভাড়া বাবদ খরচ হয় তিন হাজার টাকা আর ট্রেনের হয় ১ হাজার ২০০ টাকা। খরচের পাশাপাশি রয়েছে টিকিট কাটার ভোগান্তিও। যাত্রীদের সুবিধা ও ভাড়া সাশ্রয়ের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ চালু করেছেন ৬০০ টাকার টিকিটে সারা মাস যাতায়াতের সুযোগ। ৬০০ টাকার একটি টিকিট কাটলে একজন যাত্রী সারা মাস যতবার খুশি ততবার নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত আসা যাওয়া করতে পারবেন।