আল্লামা হুজুরের ইন্তেকালে ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া
মোঃ আনোয়ার হোসেন, ঢাকা, ২৯ জুলাই ২০২৫: ঢাকা নারিন্দা মুশুরীখোলা দরবার শরীফের সম্মানিত পীর, বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ আল্লামা শাহ আহসানুজ্জামান (রহ.) আজ মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। শেষ মুহূর্তে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আল্লামা শাহ আহসানুজ্জামান হুজুর ছিলেন একজন বিশুদ্ধ চিন্তার ধারক আলেম ও পীর-ধর্মগুরু। তাঁর ধর্মীয় শিক্ষা, মানবিকতা ও সমাজসেবামূলক কার্যক্রম তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। তিনি শুধু ঢাকাতেই নয়, সারা দেশে এবং দেশের বাইরেও ইসলামী চিন্তা-চর্চা ও আধ্যাত্মিকতার প্রসারে অবদান রেখে গেছেন।
তাঁর অগণিত ভক্ত ও মুরিদ ছাড়াও দেশে-বিদেশে ছড়িয়ে থাকা বহু ছাত্র বর্তমানে বিভিন্ন উচ্চপদে কর্মরত রয়েছেন। তিনি ছিলেন ইসলামী আদর্শের এক উজ্জ্বল বাতিঘর, যিনি কেবল ধর্মীয় জ্ঞানেই নয়, মানবিক মূল্যবোধেও ছিলেন অনন্য।
তাঁর ইন্তেকালে বাংলাদেশের আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মপ্রাণ মানুষ, স্থানীয় বাসিন্দা ও অনুসারীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর মুশুরীখোলা দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। এরপর তাকে দরবার শরীফ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
আমরা আল্লামা শাহ আহসানুজ্জামান হুজুরের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, ভক্ত ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাই।