রিপোর্টার, লক্ষণ পাল: একটি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে “পি আর” (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে সামনে এনেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত স্মরণসভায় তিনি বলেন, “পি আর পদ্ধতি সম্পর্কে দেশের সাধারণ জনগণের কোনো ধারণা নেই। যারা সংসদ সদস্য ছিলেন, তাদের অনেকেই এটি বুঝেন না। সংস্কার কমিশনের কেউও এটি প্রস্তাব করেননি। একটি রাজনৈতিক দল এখন এটি সামনে এনে আন্দোলন করছে—এর মূল উদ্দেশ্য নির্বাচন বিলম্বিত করা এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা।
বিএনপি মহাসচিব বলেন, “সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হওয়া উচিত। জনগণও চায় দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ ফিরে যাক।
বিএনপি সব সময় সংস্কারের পক্ষে উল্লেখ করে তিনি বলেন, “বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।
সভায় এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ সভাপতিত্ব করেন এবং মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা সঞ্চালনা করেন। এতে জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাস ও বাংলাদেশ ন্যাপের এম.এন. শাওন সাদেকী বক্তব্য দেন।