নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ, শ্যামপুর থানার অন্তর্গত ৫৪ নং ওয়ার্ডের শ্রমিক দলের উদ্যোগে সড়কের পাশে সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে শস্য-শ্যামলা বাংলাদেশের কৃষকের শ্রমিকের প্রাণের প্রতীক ধানের চারা রোপন করেছে।
গত ১০ ই এপ্রিল বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর পোস্তগোলা গোল চত্তরের রাজাবাড়ির সিএনজি স্ট্যান্ডের পাশে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের লালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক (ধানের শীষ) ধানের চারা রোপন করে এই সৌন্দর্য বর্ধন করা হয়।
কদমতলী থানাধীন ৫৮ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও শ্যামপুর থানাধীন ৫৪নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ হারুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদের অনুপ্রেরণায় ৫৪নং ওয়ার্ডের শ্রমিক দলের যুগ্ন আহবায়ক হাজারো নেতা কর্মীর প্রাণের স্পন্দন পরিবহন শ্রমিক নেতা আলাউদ্দিনের নেতৃত্বে নাসির, মাজেদ মোল্লা, শিকদার, মামুন, বাবুল, হাসান, সেলিম, সাইদুল ও মোঃ রেজাউল এর অক্লান্ত পরিশ্রমে এ সৌন্দর্য বর্ধনের কাজে ভূমিকা রাখেন।
৫৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক আলাউদ্দিন বিভিন্ন সময় বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তার অগণিত নেতা কর্মী নিয়ে উপস্থিত হতে দেখা যায়। তিনি দলের জন্য নিবেদিত প্রাণ। তার এ মহতি উদ্যোগের জন্য এলাকাবাসি তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।