পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে জোড়পূর্বক জমি দখল ও বেড়া নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকারের উপায় হিসাবে ৯৯৯ ফোন দিয়ে পুলিশ এসে উভয় পরিবারের মধ্যে সমাধানের পথ বের করে দেয়। গত সোমবার দুপুরে উপজেলার বাগজানা ইউপির ঘোড়াপা গ্রামে ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, আবুল খায়ের পুত্র আবু ইউসুফের সঙ্গে ৫৬'শতক জমি নিয়ে মৃত মিজানুরের পুত্র সামছুল আলম, বেলায়েত হোসেন, নাসিমা বেগম ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বানিহারার রফিকুল এবং মনোয়ারা বেগমের সঙ্গে বিরোধ চলে আসছে। এরই জেরে প্রতিপক্ষরা গত ১৯'নভেম্বর জমি দখলের চেষ্টা করে। এসময় তারা জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির ৫টি গাছ কেটে ৪'লক্ষ টাকার ক্ষতি করে। বাধা দিতে গেলে তারা মারপিট করায় থানায় সাধারণ ডাযেরীও করা হয়।
গত সোমবার আবারো দলবদ্ধ হয়ে জোড়পূর্বক জমি দখল করে বেড়া দিতে গেলে জরুরী সেবায় ফোন দিয়ে পুলিশ এসে কাজ বন্ধ করে দেন। প্রতিপক্ষের সামছুল বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি। এতদিন তারাই ভোগদখল করে আসছিল আমাদের জমি ঘিরে নিচ্ছি।
পাঁচবিবি থানার এসআই আবদুল্লাহ আল মাসুম বলেন, জরুরী সেবার ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উভয় পক্ষকে নিজ নিজ কাগজপত্র সহ থানায় ডাকা হয়েছে। সঠিক কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে।