পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন টি-20 চ্যাম্পিয়ন ট্রফি-২৫ উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছাঃ আখতার জাহান দুলারী।
টুর্নামেন্টের বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, মেরিন ইঞ্জিনিয়ারিং মোঃ আঃ রাজ্জাক লালন, উচাই জেরকা সিং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি মোজাফফর হোসেন সাজা, সাবেক জেলা যুবদল নেতা মাহমুদ হোসেন মামুন ও মহীপুর হাজী মহসীন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান। টুর্নামেন্টে ১৪'টি ক্রিকেট দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় মহীপুর ভাসানী স্মৃতি সংসদকে ৩ উইকেটে পরাজিত করে মাঝিনা ক্রিকেটার্স ক্রিকেট দল।