পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৬ ডিসেম্বর/২৫ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮'টি ইউনিয়ন ও পৌরসভায় বসবাসরত সকল সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারের উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান মতবিনিময় সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী লোকজনের সঙ্গে কথা বলেন। এসময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক ছাত্রনেতা মোঃ গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আবু তাহের, সাবেক পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবীব, বাংলাদেশ পুজা উদযাপন কমিটি উপজেলা শাখার সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো, সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, জেলা যুবদল নেতা আনিছুর রহমান আনিছ, নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, ছাব্বির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি,ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বারোয়ারী কেন্দ্রীয় মন্দির কমিটির দপ্তর সম্পাদক বাবু সুনীল কুন্ডু।