মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ পাবনা-৫ (সদর) আসনের জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসেনের পিতা মরহুম আলহাজ্ব জহির উদ্দিন প্রামানিক ও মাতা মরহুমা আমেনা খাতুনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বাদ আসর হইতে প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন গ্রামের বাড়ি পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সারদিয়ার কাঠালবাড়িয়া নিজ বাসভবনে পিতা মাতা ও আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আকরাম হোসেন মন্ডল সভাপতিত্নে সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের এমপি প্রার্থী জেলা জামায়াতে নায়েব আমীর ও আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ঐতিহ্যবাহী পাবনা দারুল আমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য ও আতাইকুলা ইউনিয়ন জামায়াতের তদারককারী উপাধাক্ষ মাওলানা জামাল উদ্দিন, সারাডাঙ্গী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হেলাল উদ্দিন, আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন বিশ্বাস, শিবপুর ত্বাহা সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জোদগরি জালালপুর মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা আব্দুল খালেক, আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি এসএ টিভির পাবনা জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি দৈনিক দেশবার্তা পাবনা জেলা প্রতিনিধি ও দৈনিক জীবন কথা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নুরুন্নবী, সেক্রেটারি মোহনা টিভির পাবনা জেলা পূর্ব প্রতিনিধ মোঃ ইকবাল হোসেন, ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন, সেক্রেটারি মোঃ তোফাজ্জল হোসেন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।