ঢাকা, ১৮ জুলাই ২০২৫:
বিএনপির একজন কেন্দ্রীয় নেত্রী পাপিয়ার সাম্প্রতিক প্রবাসীবিরোধী বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ মাতৃভূমি দল (BMLP)। দলের আহ্বায়ক হালিম রাজ এক বিবৃতিতে বলেন, পাপিয়ার বক্তব্য শুধু প্রবাসীদের অপমানই নয়, বরং এটি দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং রাজনৈতিক মূল্যবোধের বিরুদ্ধেও এক ধরনের আঘাত।
প্রসঙ্গত, নেত্রী পাপিয়া সম্প্রতি এক বক্তব্যে মন্তব্য করেন, প্রবাসীদের ভোটাধিকার কিংবা নির্বাচনে অংশগ্রহণের অধিকার থাকা উচিত নয়। এই মন্তব্যের কঠোর নিন্দা জানিয়ে BMLP জানিয়েছে, এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করে, যিনি নিজেও একজন দীর্ঘ সময় ধরে প্রবাসে থাকা রাজনীতিবিদ।
BMLP-এর মতে, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতি, পরিবার ও সমাজের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁরা দেশে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা পাঠিয়ে জাতীয় অর্থনীতিকে সচল রাখছেন। এমন জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার মতো বৈষম্যমূলক ধারণা দেশের রাজনীতিতে সংকীর্ণতা ও প্রতিহিংসার নতুন নজির।
BMLP-এর চার দফা দাবি হলো:
১. বিএনপি নেত্রী পাপিয়াকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে।
২. প্রবাসীদের ভোটাধিকার ও নির্বাচনে অংশগ্রহণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।
৩. সকল রাজনৈতিক দলকে এই বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে—প্রবাসীদের সম্মান নিয়ে কোনো আপস চলবে না।
৪. দেশের রাজনীতিতে প্রবাসীদের সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
হালিম রাজ বলেন, “প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি অবমাননাকর আচরণকে আমরা কোনোভাবেই মেনে নেব না। এমন মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হওয়াই সময়ের দাবি।”
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে এ বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে এবং দেশের রাজনীতিতে প্রবাসীদের অবদান স্বীকার করে ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে।