জেসমিন আক্তার রোদেলা: নারায়ণগঞ্জের ফতুল্লায় মেলায় ঘুরতে নেওয়ার কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার এজাহারনামীয় ১নং আসামি কাউসারকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার রাত ১টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঘটনার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় ভিকটিমের খালাতো বোনের জামাই কাউসার (৩০) কিশোরীটিকে মেলায় নেওয়ার কথা বলে বাসা থেকে বের করে। পরে তাকে ফতুল্লার পশ্চিম নয়ামাটি এলাকার একটি ভাড়াটিয়া কক্ষে নিয়ে গিয়ে কাউসার ও তার সহযোগী আওয়াল পালাক্রমে ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় ভিকটিমকে একটি অটোরিকশায় করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। রাত ১১টার দিকে বাড়িতে ফিরে ভিকটিম তার ভাইকে পুরো ঘটনা জানালে পরদিন তার ভাই ইব্রাহিম হাওলাদার বাদী হয়ে ফতুল্লা থানায় গণধর্ষণের মামলা দায়ের করেন।
মামলাটি গণমাধ্যমে প্রকাশ পেলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর র্যাব-১১ আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি কোম্পানির একটি বিশেষ দল সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে কাউসারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত কাউসারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।