বিক্রমপুর শিল্পী গোষ্ঠীর প্রযোজনায় ১২৬ তম মঞ্চনাট্য আয়োজন "জীবন মানে যন্ত্রনা"
প্রতিবেদক আসাদুল শেখ: রাজধানীর লোহারপুল জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে গত ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হলো বিক্রমপুর শিল্পীগোষ্ঠীর ১২৬তম প্রযোজনা ‘জীবন মানে যন্ত্রণা’ নাটকের মঞ্চায়ন।
নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন রুবেল হোসেন টুকু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন রোকন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর প্রতিনিধি।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন এনায়েত হোসেন হিরু, সভাপতি, নাট্যনির্দেশক কল্যাণ পরিষদ।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আব্দুল হাই, ব্যবসায়ী, সমাজসেবক ও সংগঠক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি, নাট্যনির্দেশক কল্যাণ পরিষদ।অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন নাট্য পরিচালক এবং টিভি ও মঞ্চ অভিনেতা ডি. এইচ. রানা। নাট্য প্রদর্শনের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক মেহেদী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্য নির্দেশক রুবেল হোসেন টুকু নিজেই।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন তিনি সমাজ ও সংস্কৃতি অঙ্গনের প্রতিটি কল্যাণকর কাজের সাথেই সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবেন। তিনি নাট্য অভিনেতাদের গুরুত্ব প্রদান করে তাদের সর্বোচ্চ অভিনয়ের দ্বারা সমাজের বাস্তব চিত্র তুলে ধরার জন্য আশাবাদী মনোভাব ব্যক্ত করেন।
নাটকটির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। মানুষের সমাজ ও রাজনৈতিক সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। মঞ্চ নাটক হচ্ছে সমাজের দর্পণ তাই সমাজের বাস্তব চিত্র তুলে ধরার জন্য মঞ্চ নাট্যের কোন বিকল্প নেই। দর্শকরা নাটকটি উপভোগ করে মুগ্ধতা প্রকাশ করেন এবং বিক্রমপুর শিল্পীগোষ্ঠীর প্রতি ভবিষ্যতেও এমন মানসম্মত নাট্য প্রযোজনা উপহার দেওয়ার আহ্বান জানান।