বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই নির্দেশনা আনুষ্ঠানিক কোনো চিঠি বা ই-মেইলের মাধ্যমে নয়, বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে। পরে তাদের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের অন্যান্য মিশনে খবরটি পৌঁছে দেওয়া হচ্ছে।
দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে এখনো সরাসরি কোনো নির্দেশনা পাননি। তবে বিদেশের দুটি মিশন প্রধান নিশ্চিত করেছেন যে, তারা সরকারের নির্দেশনা পেয়েছেন এবং সে অনুযায়ী কাজও শুরু করেছেন।
একজন দায়িত্বশীল কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, সদর দপ্তর থেকে টেলিফোনেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, সেটি তদারকির দায়িত্বও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদের ওপর।
আরেক কূটনীতিক বলেন, ‘আমাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি জানাননি। তবে কাছের একটি মিশন থেকে ফোনে বিষয়টি জানানো হয়েছে।’
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত আরেক কূটনীতিক জানান, ‘আমাদের সহকর্মীরা পাশের মিশন থেকে ফোন পেয়েছিলেন। তবে আমরা তো কয়েক মাস আগেই দরকারি কাজ শেষ করে ফেলেছি।’
সরকারের এই নির্দেশনা হঠাৎ কেন দেওয়া হলো—তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।