রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের কোণপাড়া গ্রামে প্রকাশ্য দিবালোকে নির্মাণাধীন দোকানঘর ও বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক ও তার ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় ভুক্তভোগী মোঃ সাব্বির হোসেন শনিবার (২ আগস্ট) রাতে বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী সাব্বির জানান, তিনি মরিচা মৌজার খতিয়ান-১৩৫৬, দাগ নং-২৬৬৪ অনুযায়ী ৪ শতক জমি মোঃ আব্দুর রহমান আলেকের কাছ থেকে ২৪ মে ২০২৪ তারিখে ক্রয় করেন এবং সেখানে দোকানঘর নির্মাণ শুরু করেন। তবে ২ আগস্ট বিকেল ৩টার দিকে স্থানীয় নাগরগঞ্জ মাদ্রাসার সহকারী শিক্ষক লুৎফর (৫৫) তার ভাই আলম (৫০) ও আরও ১০-১২ জন মিলে সন্ত্রাসী কায়দায় দোকানঘর ও বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
তিনি আরও জানান, ভাঙচুরকালে তিনি ও তার মা বাধা দিলে তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্ত লুৎফর মিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমি একক ক্ষমতা বলে জমি দখল করতে যাইনি। তারা চাইলে আইনের আশ্রয় নিক।”
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল গফুর বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, এলাকাটি এখন উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জরুরি।