মোঃ আনোয়ার হোসেন: ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পাঠোন্নতি বিবরণী কার্ড বিতরণ ও বিভিন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর কদমতলী থানার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের পাশের সরাই মাঠ প্রাঙ্গণে ২৮ ও ২৯ ডিসেম্বর দুই দিনব্যাপী এই অনুষ্ঠান চার ধাপে (সকাল ও বিকাল) আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ হাসান লিটন, চেয়ারম্যান, ব্রাইট গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদা হাসান দিনা, ভাইস চেয়ারম্যান, বিএলডি ফাউন্ডেশন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র বাইবেল পাঠ করা হয়। এরপর স্কুলের ছাত্রীদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রধান অতিথি মাসুদ হাসান লিটন তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষের মতো মানুষ হয়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের প্রতিবছরের ফলাফল তাকে গর্বিত করে এবং ভবিষ্যতে এ ফলাফল আরও উত্তরোত্তর উন্নতির শিখরে পৌঁছাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাইদুর রহমান, প্রিন্সিপাল, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। তিনি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
জাঁকজমকপূর্ণ এই আয়োজনে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক -অভিভাবিকারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হলে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, প্রতি বছরের মতো ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব ও অনুপ্রেরণামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।