স্পোর্টস ডেস্কঃ
এশিয়া কাপ ২০২৫-এ ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত লড়াই নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সুবহান আহমেদ নিশ্চিত করেছেন, ম্যাচটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার তারিখ ১৪ সেপ্টেম্বর। এরপর সুপার ফোর ও ফাইনালেও তাদের পুনরায় দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ টুর্নামেন্টে ভারতের পাকিস্তানের বিপক্ষে দুইবার খেলতে অস্বীকৃতির ঘটনার পর এশিয়া কাপ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে সুবহান আহমেদ বলেন, “এশিয়া কাপকে প্রাইভেট টুর্নামেন্টের সঙ্গে তুলনা করা যায় না। পাকিস্তান ও ভারতের না খেলার কোনো ঝুঁকি নেই। তবে আনুষ্ঠানিকভাবে শতভাগ নিশ্চয়তা দিতে পারছি না।”
পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তিক্ত হলেও, বিসিসিআই ও পিসিবি নিজ নিজ সরকারের অনুমতি নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণে সম্মত হয়েছে। সুবহান স্পষ্ট করে জানান, “এই আসরে দুই দলের একে অপরকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।”
এবারের এশিয়া কাপে গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ বি-তে খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।