নিজস্ব প্রতিবেদক | ২৬ জুলাই ২০২৫: ভূমি ও কৃষি সংস্কার কমিশন গঠনসহ ৮ দফা দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনসহ কয়েকটি সংগঠন।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম সমাবেশে বলেন, “গরিবের ট্যাক্সে রাষ্ট্র চলে, অথচ তারা সবচেয়ে বেশি বঞ্চিত। সরকার যদি দাবিগুলো না মানে, তাহলে চাষা-ভূষা, গরিবরাই নির্বাচনে অংশ নিয়ে সংসদ দখল করবে।”
তিনি আরও বলেন, “৭১ ও ৯০-এর মতো অর্জিত বিজয় এখন আবারও দলীয় স্বার্থে ব্যবহৃত হচ্ছে। যারা জনগণের সঙ্গে প্রতারণা করছে, তাদের ইতিহাস ক্ষমা করবে না।”
ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন বলেন, “৬৪ শতাংশ মানুষ ভূমিহীন। সরকার যা ১১ মাসেও করতে পারেনি, গরিবরাই এক মাসে করে দেখাবে।”
সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা বক্তব্য দেন। শেষে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, আগামীকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৮ দফা দাবির স্মারকলিপি প্রদান করা হবে।