মোঃ আব্দুল কাদের, ময়মনসিংহ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটনের উদ্যোগে ত্রিশালের বৈলর ইউনিয়নে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈলর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঁশকূড়ি গ্রামের আংরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভায় সর্বসাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মাহবুবুর রহমান লিটন। তিনি বলেন, বিএনপি দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। আমরা যারা বিএনপির নেতা, আমাদেরকে সর্বদা বিনয়ের সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে হবে। ক্ষমতার দাপট দেখিয়ে নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আচরণের মাধ্যমেই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। হুমকি-দামকি দিয়ে নেতাগিরির দিন শেষ হয়ে গেছে।
সভায় সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার। এ সময় অন্যান্য বক্তারা বলেন, বিএনপির ৪৭ বছরের ইতিহাস হলো মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার ইতিহাস। এ দলকে শক্তিশালী করেই দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা সম্ভব। বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ডাঃ মাহবুবুর রহমান লিটনকে সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানান।
পথসভায় বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।