প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চিফ, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার মানিকপুর ঈদগাহ উন্নয়ন প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতির অংশ হিসেবে ২০ লাখ টাকার প্রতিশ্রুতির মধ্যে প্রথম ধাপে ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) জনতা ব্যাংক পিএলসি, সেনবাগ শাখায় মানিকপুর ঈদগাহ উন্নয়ন কমিটি নামে খোলা একাউন্টে এই অর্থ জমা দেন তিনি।
হিসাব নম্বর: ০১০০২৭৫৭৫৩৯১৭
রাউটিং নম্বর: ১৩৫৭৫২০৮১
উন্নয়ন কমিটির প্রধান সমন্বয়ক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব লায়ন সৈয়দ হারুন জানান, এটি কেবল একটি আর্থিক অনুদান নয়, বরং ঈদগাহের পরিকাঠামো উন্নয়নে তাঁর দায়বদ্ধতার একটি অংশ। ঈদগাহ মাঠের উন্নয়ন কাজ অচিরেই দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লায়ন সৈয়দ হারুনের নেতৃত্বাধীন Sayed Harun Foundation এ উদ্যোগে সহায়তা করে যাচ্ছে। স্থানীয়দের মতে, এই অনুদান মানিকপুর ঈদগাহকে একটি মানসম্পন্ন ও সম্মানজনক ধর্মীয় মিলনমেলায় পরিণত করতে সহায়ক হবে।
এলাকাবাসী তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া করেন—আল্লাহ যেন তাঁকে ও তাঁর পরিবারকে সুস্থতা ও দীর্ঘ জীবন দান করেন এবং সমাজসেবায় তাঁর অবদানকে কবুল করেন।