এম জাবেদ হোসাইন, মিরসরাই প্রতিনিধি : মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে ও বিজয়ের ৫৩ বছর পূর্তিতে দিনব্যাপী বিজয় মেলার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে । উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলা আয়োজন করা হয়।
১৬ ডিসেম্বর (সোমবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা শুধু কর্মের মধ্যে থাকবো না, আমাদের যে নিজস্ব কৃষ্টি, কালচার রয়েছে এই সংস্কৃতির বহি:প্রকাশ মেলার মাধ্যমে হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের কৃষ্টি, কালচার সবকিছুকে মেলার মাধ্যমে তুলে ধরতে হবে ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার প্রতাব চন্দ্র রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
মেলায় নারী উদ্যোক্তাদের স্টলে হস্তশিল্প, কৃষি উদ্যোক্তাদের স্টল, ,নানা রকম পিঠা সামগ্রী সহ হরেক রকম পণ্যের সমাহার ক্রেতাদের নজর কাড়ে।