নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জয় (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়ভাবে পরিচিত ‘বেকু হাসান ও লাল গ্রুপ’-এর হামলায় তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে জয় বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ বেকু হাসান ও লাল গ্রুপের কয়েকজন সদস্য অতর্কিতভাবে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জয় চৌদ্দকাউনিয়া গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হত্যাকাণ্ডে কারা জড়িত তা চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে তাদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।” তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে উত্তেজনা না বাড়ে।
হত্যাকাণ্ডের পর পুরো চৌদ্দকাউনিয়া গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আধিপত্যের সংঘাতকে কেন্দ্র করে যে কোনো ধরণের নতুন সংঘর্ষ এড়াতে পরিস্থিতি নজরদারিতে রেখেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, যেকোনো মূল্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।