সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-১(সিরাজদিখা-শ্রীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জনপ্রিয়তা ও তৃণমূলের সমর্থনে এগিয়ে রয়েছেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। দীর্ঘদিন ধরে দলের নেতৃত্বে থেকে তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখা-শ্রীনগরের দুই উপজেলার ২৮ টি ইউনিয়নে চলমান প্রচারণায় দেখা গেছে, সাধারণ ভোটার থেকে শুরু করে তরুণ প্রজন্ম পর্যন্ত অনেকেই শেখ মোঃ আব্দুল্লাহর পক্ষে উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করছেন। তাঁর শালীন রাজনৈতিক আচরণ, দলের প্রতি নিষ্ঠা ও জনগণের পাশে থাকার মনোভাব তাঁকে ইতিমধ্যে এলাকায় একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, শেখ মোঃ আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে তিনি তৃণমূলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, আমরা বহুদিন ধরে শেখ মোঃ আব্দুল্লাহ ভাইকে চিনি। তিনি সুখে-দুঃখে মানুষের পাশে থাকেন। নেতা হিসেবে নয়, বরং আপন মানুষ হিসেবে এলাকার সবার প্রিয়। তাই আমরাও চাই এবার তিনি যেন সুযোগ পান জনগণের সেবা করার।
কেয়াইন ইউনিযন বিএনপির সভাপতি মোঃ নাছিম খান বলেন, শেখ আব্দুল্লাহ ভাই মাঠে-ময়দানে সবসময় উপস্থিত থাকেন। বিএনপির কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তাকে ভালোবাসে। তাঁর প্রচারণায় মানুষের সাড়া দেখে মনে হচ্ছে, এবার জনপ্রিয়তায় তিনিই সবার আগে।
শিক্ষিকা মাহমুদা আক্তার দিশা বলেন, তিনি শুধু রাজনীতি করেন না, মানুষের বিপদে পাশে থাকেন। মেয়েদের নিরাপত্তা, তরুণদের কর্মসংস্থান সব বিষয়ে তাঁর চিন্তা রয়েছে। তাই আমরা সবাই চাই মুন্সীগঞ্জ-১ আসনে শেখ মোঃ আব্দুল্লাহ উনি যেন দলে মনোনয়ন পান।
অন্যদিকে মালখানগর এলাকার প্রবীণ ব্যক্তি হালেম শেখ বলেন, আমি ছোটবেলা থেকে অনেক নেতা দেখেছি, কিন্তু শেখ আব্দুল্লাহর মতো পরিশ্রমী আর সৎ মানুষ খুব কম। তিনি এলাকার ছেলে, সবার খবর রাখেন। আল্লাহ যেন তাঁকে সফল করেন এই দোয়াই করি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জনপ্রিয়তার দিক থেকে শেখ মোঃ আব্দুল্লাহ বর্তমানে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শীর্ষে রয়েছেন। তিনি মনোনয়ন পেলে দলীয় প্রার্থী হিসেবে বিএনপি এই আসনে শক্ত অবস্থান তৈরি করতে পারবে ধানের শীষের জয় হবেন।
