মোঃ আরিফুল ইসলাম মুরাদ: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রাম নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ আমিরুল ইসলাম বেগ(হক্কু মাষ্টার) গড ২১ এপ্রিল রাত ৮ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। তিনি শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তার জানাজার নামাজ আজ ২২ এপ্রিল দুপুর ২ টা ৩০ মিনিটে গাগলাজুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য আমিরুল ইসলাম বেগ(হক্কু মাষ্টার) মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতনের শশুর।
তার মৃত্যুতে শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যতে গভীর শোক প্রকাশ করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহসভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান ফয়সাল।