স্টাফ রিপোর্টার, মোঃ মনির হোসেন: ষড়যন্ত্রমূলক মিথ্যা ও অসত্য তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগম।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এডহক কমিটির সভাপতি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ মরিয়ম বেগম বলেন, তিনি দীর্ঘদিন ধরে সহকারী প্রধান শিক্ষক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। প্রায় ১০ বছরের চাকরিজীবনে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। কিন্তু হঠাৎ করেই একটি প্রভাবশালী চক্র, বিশেষ করে প্রাথমিক শাখার সহকারী শিক্ষক সৈয়দা আরিফুন নাহার, সাবেক প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান হাওলাদারসহ কয়েকজন শিক্ষক তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন।
তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্ট ওই চক্রের প্ররোচনায় একটি মব সৃষ্টি করে অধ্যক্ষের কক্ষ ভেঙে আলমারি থেকে গুরুত্বপূর্ণ নথি, ৩টি ল্যাপটপ, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়। এ ঘটনার ভিডিও প্রমাণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত আছে। এর ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক আরিফুন নাহারকে দু’দফা শোকজ করা হলেও, ক্ষুব্ধ হয়ে তিনি অনৈতিক সুবিধা না পেয়ে মিথ্যা অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
মরিয়ম বেগম বলেন, সাবেক প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান হাওলাদারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমনকি ডিআইএ কর্তৃক তদন্ত রিপোর্টেও তার বিরুদ্ধে অনিয়ম ও তিন কোটি উনিশ লক্ষ টাকা আত্মসাতের প্রমাণ উল্লেখ আছে। দায়িত্বচ্যুত হওয়ার পরও তিনি তার অনুসারীদের নিয়ে প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টি করছেন।
অধ্যক্ষ মরিয়ম বেগম তাঁর বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। একইসাথে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেন।