সারাফাত হোসাইন ফাহাদঃ
রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করছে শ্রমিকেরা।
১০ ডিসেম্বর রাতে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ইউনিয়নে সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা তেজগাঁও ও সাত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। জানা গেছে সন্ধ্যায় শ্রমিকেরা বিক্ষোভ করতে করতে তেজগাঁও জড়ো হন। এরপর তিব্বত ও সাতরাস্তা মোড় দখল করেন। এরপর থেকে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ফলে সড়কে দেখা যায় তীব যানজট। সবশেষ রাত পৌনে ৮ টা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তেজগাঁও ট্রাফিক বিভাগের শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার সেহনশীষ দাস বলেন, তিব্বত ও সাতরাস্তা মোড় অবরোধ করে রাখা হয়েছে। মুল সড়ক ছাড়া অলিগলিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। উর্ধতন কর্মকর্তাগণ ঘটনা স্থালে রয়েছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি শামীমুর রহমান গণমাধ্যমকে বলেন, আওয়ামীলীগের শ্রমিক নেতা তালুকদার মো মনিরকে গ্রেফতার করা হয়। পল্টন থানার দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়। তিনি বাংলাদেশ ট্রাক কাভাড ভ্যান ইউনিয়নের সভাপতি। পল্টন থানার দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে মনিরের অনুসারী শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোপ করছে।