নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শহীদ ফারুক সড়কে ঢাকা ব্যাংকের সামনে থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (বয়স আনুমানিক ৩৫ বছর) মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
রবিবার (২০ জুলাই ) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার একজন দায়িত্বরত কর্মকর্তা জানান, মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।