প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:১৬ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ২৩ পদের বিপরীতে ১১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ২৩টি পদের বিপরীতে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া সিনেটের ছাত্র প্রতিনিধি পাঁচটি পদের মধ্যে তিনজন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা চৌধুরী শারমিন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদ থেকে সরে দাঁড়িয়েছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান মিঠু এবং আরেক স্বতন্ত্র প্রার্থী আবুল হায়াত।
এ ছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে সমসের আলী, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সহকারী সম্পাদক পদে সাইফুল ইসলাম ও লুবনা শারমিন, মহিলা বিষয়ক সম্পাদক পদে সুমাইয়া মুসতারিন মুন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে রমজানুল মোবারক, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান, মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সহকারী সম্পাদক পদে দিদারুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মুক্তাদির করিম কুয়াশা এবং কার্যনির্বাহী সদস্য পদে সিফাত সরকার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছেন মুজাহিদুল ইসলাম, মাহমুদুল মিঠু ও সাফিন আহমেদ। তবে হল সংসদের মনোনয়ন প্রত্যাহারের সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি।
এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে সংবাদ সম্মেলনে ‘দলীয় সিদ্ধান্তের’ কথা উল্লেখ করে ভিপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ছাত্রদলের নেতা মাহমুদুল হাসান মিঠু।
নির্বাচন কমিশনের ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল শনিবার। রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Copyright © 2025 গ্লোবাল নিউজ বিডি ২৪. All rights reserved.