আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলার ভারত সীমান্তঘেঁষা দুর্গম অন্তু পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় জোন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ৬৮ জন শিক্ষার্থীর হাতে এসব উপহার তুলে দেন রামগড় জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং লেখাপড়ায় অগ্রগতি ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অনুপ্রাণিত করেন।
জোন অধিনায়ক বলেন, “সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বিজিবি এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। অন্তু পাড়া বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিজিবির এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর নুর আহমদ, বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এমন সহায়তা তাদের লেখাপড়ায় আগ্রহ বাড়াবে এবং শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”