নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-৪ আসনের শ্যামপুর ও কদমতলী এলাকার বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে ৬০ ও ৬১ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলমান তিতাস গ্যাসের ভয়াবহ সংকট নিরসনে স্থানীয়দের উদ্যোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজ ও জেনারেল ম্যানেজার (অপারেশন) ইঞ্জিনিয়ার কাজী মোঃ সাইদুল হাসানের সঙ্গে এলাকাবাসীর প্রতিনিধি দল দীর্ঘসময় ধরে আলোচনা করেন।
আলোচনায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব, ৫৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর হোসেন মিরু, ৬১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জুম্মন মিয়া, সাবেক মেম্বার হুমায়ূন কবির ভুইয়া মানিক, সেলিম রেজা, খোরশেদ আলম খোকনসহ এলাকার বিভিন্ন মসজিদ ও পঞ্চায়েত কমিটির সভাপতি বৃন্দ।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী এক সপ্তাহের মধ্যে ৬০ ও ৬১ নং ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে তিতাস গ্যাস লাইনের লিকেজ শনাক্ত করে জরুরি ভিত্তিতে মেরামত করা হবে। পাশাপাশি এলাকাজুড়ে গ্যাসের প্রেশার বাড়ানোরও আশ্বাস দেন তিতাস কর্তৃপক্ষ।
এলাকাবাসীর আশা, তিতাসের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসন হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে।