নিজস্ব প্রতিবেদক: ঢাকার শ্যামপুর ও কদমতলী তথা ঢাকা–৪ নির্বাচনী এলাকার শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও ম্যানেজিং কমিটির ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–৪ ও ঢাকা–৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
সভায় সভাপতিত্ব করেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল একরামুল হক লিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধি বৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও স্থানীয় সমাজপতিদের সমন্বিত উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে ম্যানেজিং কমিটির কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা যদি আগামী প্রজন্মকে দেশপ্রেমিক, সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে স্কুল পর্যায় থেকেই শিক্ষার মানোন্নয়নে বাস্তব পদক্ষেপ নিতে হবে। শিক্ষক ও ম্যানেজিং কমিটির সক্রিয়তা ছাড়া শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে না।”
প্রধান বক্তা তানভীর আহমেদ রবিন বলেন, “শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষক-অভিভাবক সম্পর্ককে আরও মজবুত করতে হবে। আমরা চাই, প্রতিটি বিদ্যালয় হোক আলো ছড়ানোর কেন্দ্র।”
সভাপতি একরামুল হক লিটন তার বক্তব্যে বলেন, “শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও ম্যানেজিং কমিটির মধ্যে বোঝাপড়া ও সহযোগিতার মনোভাব গড়ে উঠলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে।”
অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যতে শিক্ষা খাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
সভা শেষে শিক্ষার মানোন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার জন্য কয়েকজন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়।