মোঃ আনোয়ার হোসেন: সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমৃদ্ধ ঢাকা-০৪ গড়ার প্রত্যয়ে রাজধানীতে পদযাত্রা করেছেন ঢাকা-৪ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ জয়নুল আবেদিন।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় ধোলাইপাড় মোড় থেকে শুরু হওয়া এ পদযাত্রা ঢাকাম্যাচ এলাকায় এসে শেষ হয়।
পদযাত্রায় অংশ নিয়ে সংসদ প্রার্থী জয়নুল আবেদিন বলেন, ঢাকা-০৪ হবে শান্তি, নিরাপত্তা ও সুশাসনের মডেল এলাকা। সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জনগণকে সাথে নিয়ে কাজ করাই আমার অঙ্গীকার।
ঢাকা-৪ নির্বাচনী পরিচালনা কমিটির পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রহিম জীবন বলেন, এই পদযাত্রা আমাদের ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। জনগণ জেগে উঠেছে, এখন পরিবর্তনের সময়।
পদযাত্রায় জামায়াতে ইসলামীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা–কর্মী অংশ নেন। অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।