নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের রাজশাহী জেলা সভাপতি ও দৈনিক "সময়ের কাগজ"-এর স্টাফ রিপোর্টার আকাশ সরকারের পিতা মুনতাজ সরকার (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে রাজশাহীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুনতাজ সরকার ছিলেন বায়া বাজারের একজন সুনামধন্য ধান ব্যবসায়ী এবং সমাজে একজন সৎ, ধর্মপ্রাণ ও শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি স্ত্রী, পাঁচ পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১ আগস্ট) বাদ জুমা ভুগরইল গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় আত্মীয়স্বজন, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
মুনতাজ সরকারের মৃত্যুতে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং আকাশ সরকারসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।