দেবব্রত দাস দেবু-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টায় (১০ আগস্ট) সিরাজদিখান উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সংলগ্ন সড়কের এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আনিছুর রহমান নিলয়ের সভাপতিত্ব ও প্রতিদিনের কাগজ সিরাজদিখান প্রতিনিধি কৌশিক মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজদিখান প্রেসক্লাব সাবেক সভাপতি ইমদাদুল হক পলাশ, সিরাজদিখান প্রেসক্লাব সাবেক সভাপতি সামছুজ্জামান পনির, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, ইমতিয়াজউদ্দিন বাবুল, সিরাজদিখান নয়াদিগন্ত প্রতিনিধি হামদিুল ইসলাম লিংকন, সিরাজদিখান মানবজমিন প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন,মোঃ হাবিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রিয়াদ মামমুদ মান্নœান,সিনিয়র সাংবাদিক দেবব্রত দাস দেবু, সিনিয়র সাংবাদিক লতা মন্ডল,সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার একজন সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকান্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা বিধানে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। মানববন্ধনে সিরাজদিখানের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।