আসাদুল ইসলাম:
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যার প্রতিবাদে পুরান ঢাকার রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক জোরালো প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় লোহারপুল জহির রায়হান সাংস্কৃতিক নাট্যমঞ্চে।গাজীপুর সহ সারা দেশে বুকের উপর অব্যাহত নির্যাতন হামলা ও হত্যার রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এই সংবাদ সম্মেলনেটি আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন কন্ঠ পত্রিকার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ৪৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ওমর মোতালেব টিটু ও পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা আবদুর রহমান ভুঁইয়া এবং বিশিষ্ট সমাজসেবক হাজী মো: গনি এবং পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ৪৬ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সভাপতি আশরাফুল ইসলাম সিপন। এছাড়াও উপস্থিত ছিলেনজুরাইন প্রেসক্লাবের সভাপতি হৃদয় ইসলাম চুন্নু, দৈনিক সবুজ বাংলার স্টাফ রিপোর্টার কবির সাহা,মফস্বল বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার বাংলা নিউজ টুডে ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আসাদুল ইসলাম । সংবাদ সমাবেশ টি সঞ্চালনায় ছিলেন দেবাশীষ মজুমদার ও সহযোগী হিসেবে অসীম চক্রবর্তী।বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি মুক্ত গণমাধ্যম ও সত্য প্রকাশের উপর বর্বর আঘাত।
সংবাদ সম্মেলনে বক্তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। এছাড়াও রাজধানী ও মফস্বলের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক, সম্পাদক, ক্যামেরাপার্সন ও সংবাদকর্মীরা অংশ নেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সারাদেশে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনে নামবে। তারা নিহত তুহিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারকে আর্থিক সহায়তা ও নিরাপত্তা দেওয়ার দাবি তোলেন।
প্রতিবাদী এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কণ্ঠে ক্ষোভ, শোক ও ন্যায়বিচারের দাবির প্রতিধ্বনি বারবার গর্জে ওঠে।
আসুন আমরা একসাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় কলমও সত্যের মর্যাদা রক্ষা করি
---