মোঃ আনোয়ার হোসেন: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত গ্রেফতার অভিযান পরিচালনা ও প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করায় স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি প্রেস ক্লাব।
আজ এক অভিনন্দন বার্তায় ঢাকা দক্ষিণ সিটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ খোরশেদ আলম শিকদার ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ গাজী বলেন, আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, অপরাধীদের গ্রেফতার এবং আইনানুগ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকাকে স্বাগত জানাই। এটি প্রমাণ করে যে, সঠিক সময়ে পদক্ষেপ নিলে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।
তারা আরও বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের তথ্য জানার অধিকার রক্ষায় কাজ করেন। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।
প্রেস ক্লাবের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, এই মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিক এমন নৃশংসতার শিকার না হন।