আনোয়ার হোসেন: খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)-এর উদ্যোগে রাজধানীর শ্যামপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) শ্যামপুর-০২ ব্রাঞ্চের আয়োজনে ঢাকা দক্ষিণ জোনের তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে ঢাকা বারডেম হাসপাতালের চিকিৎসক ডা. ফারহানা সরকার দুইজন নার্সের সহযোগিতায় প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসএস ঢাকা দক্ষিণ জোনের জোনাল ম্যানেজার স্বদেশ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ডোভা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য ও পল্লী চিকিৎসক ডা. মো. কাউসার হোসেন এবং ঢাকা দক্ষিণ জোনের অডিটর মো. জিল্লুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জুরাইন প্রেস ক্লাবের সদস্য মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামপুর এলাকার রিজিওনাল ম্যানেজার মো. রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে স্বদেশ বড়ুয়া বলেন, “সিএসএস একটি জনকল্যাণমূলক মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান। ১৯৭২ সাল থেকে দেশের সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, সিএসএস দেশের বিভিন্ন জেলায় প্রাথমিক শিক্ষা, কারিগরি শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. মো. কাউসার হোসেন বলেন, “সিএসএস একটি মানবিক প্রতিষ্ঠান। এর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিতে পেরে আমি গর্বিত।” তিনি সেবাদানকারী চিকিৎসক ও আয়োজকদের ধন্যবাদ জানান এবং রোগীদের চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামপুর-০২ ব্রাঞ্চের সহকারী রিজিওনাল ম্যানেজার মো. ইছানুর গাজী। সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামপুর-০১ ব্রাঞ্চের সহকারী রিজিওনাল ম্যানেজার আব্দুস সামাদ (পিন্টু)। এছাড়া উপস্থিত ছিলেন সুমন সরকার, মো. ইব্রাহিম হোসেন, সৌরভ হালদার, আব্দুর রশিদ, মো. রিয়াজুল ইসলাম, মো. লোকমান আলী, মিঠুন, মো. লিটন হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।