লতা মন্ডল - সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ সিরাজদিখান রশুনিয়া গ্রামীন ব্যাংক শাখায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সিরাজদিখান রশুনিয়া গ্রামীন ব্যাংক শাখার আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ওই দিবসটি পালিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সিরাজদিখান রশুনিয়া গ্রামীন ব্যাংক শাখায় দোয়া, মিলাদ মাহফিল ও সদস্যদের মাঝে ফলজ ও ঔষধী গাছ বিতরণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন রশুনিয়া শাখা ব্যবস্থাপক নাজমূল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, রুবিনা সুলতানা, সাবিনা আক্তার প্রমুখ ।