স্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টির নবনির্বাচিত মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশের স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। তাই জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে।
রবিবার সকালে গুলশানে নিজ বাসভবনে জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। তবে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনের অনুকূল পরিবেশ কতটুকু রয়েছে—তা গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হলে আগে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুব সংহতির সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুব সংহতির নেতা মেরাজ উদ্দিন ও মো. জসিম উদ্দিন।