হাসিনার রায়কদেবব্সিরত দাস দেবু-রাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার সকাল থেকে ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিমতলা,কুচিয়ামোড়া,হাসাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে বিশেষ নিরাপত্তা দল, যাদের স্থানীয়ভাবে আইনশৃ্খংলা বাহিনী নামে ডাকা হয়।
এক্সপ্রেসওয়ের প্রবেশমুখ, টোলপ্লাজা ও সংযোগ সড়কগুলোতে চলছে তল্লাশি অভিযান। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন থামিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। আইনশৃংঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, রায় ঘোষণা কেন্দ্র করে কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড ঘটার আশঙ্কা থাকায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
এলাকাজুড়ে বাড়ানো হযেছে নিরাপত্তা টহল ও নজরদারি। হাইওয়ে পুলিশ, স্পেশাল সিকিউরিটি টিমসহ বিভিন্ন ইউনিট যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ আবু বকর বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে জননিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নাশকতা হলে রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে। তাই আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
এ পর্যন্ত কোনো অঘটন বা নাশকতার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রায় ঘোষণার আগ পর্যন্ত কড়া নিরাপত্তা বলবৎ থাকবে।